শ্বশুর বাড়িতে ৩ টি পিস্তলসহ জামাই-মেয়ে আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়া শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তিনটি পিস্তল সহ জামাই-মেয়েকে আটক করেছে।

আটককৃতরা হলেন,জামাই হানিফ মোল্যা (৩৫) ও হানিফের স্ত্রী সোহানা বেগমকে (২৫) । হানিফ একই উপজেলার বেন্দারচর গ্রামের বাবু মোল্যার ছেলে।

নড়াইলের কালিয়া থানা পুলিশ শনিবার সকালে উপজেলার কুলশুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

শনিবার দুপুরে নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

আরো পড়ুন>>ডাকাতি করতে গিয়ে পুলিশ-ইউপি সদস্যসহ ধরা ৪

সংবাদ সম্মেলনে তিনি বলেন গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কালিয়া থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামাই মেয়েকে আটক করা হয়। এক পর্যায়ে জামাইয়ের মেয়ের স্বীকারোক্তি মোতাবেক ঘরের মেঝেতে লুকিয়ে রাখা একটি চায়না পিস্তল ও দেশি তৈরি দু’টি শুটারগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ঘটনায় কালিয়া থানায় মামলা হয়েছে।

কালিয়া থানা পুলিশের অফিস ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন, রোববার গোপন সংবাদের মাধ্যমে তাদের আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘরের মেঝে থেকে তিনটি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় আর কোন মামলা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *