যশোরে হিটস্টোকে শিক্ষকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে হিটস্টোকে শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: যশোরে হিটস্টোক কে আহসান হাবিব হাসান (৩৭) নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ই এপ্রিল) সকাল ৯টার দিকে যশোর সদরের আমদাবাদ হাইস্কুলে এই ঘটনা ঘটে।

স্কুলের সহকর্মীরা বলছেন, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

আমদাবাদ স্কুলের প্রধান শিক্ষক পারভেজ মাসুদ বলেন, ‘সহকর্মী আহসান হাবিব সকালে মাঠে কৃষি কাজ করেন। সকাল ৯ টা থেকে ৯:৩০ টার মধ্যে মাঠ থেকে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তার বাড়িতে গিয়ে জানতে পারি তাকে হাসপাতালে নিয়ে গেছে। তার ঘন্টা খানেক পরে খবর আসে হাসানের মৃত্যু হয়েছে। তবে কিছু কিছু অনলাইনে হাসানের মৃত্যু স্কুলে হয়েছে বলে প্রচার করায় তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন হাসান রোববার সকালে স্কুলেই আসেনি। তাহলে স্কুলে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না। অথচ কিছু অনলাইন এ বিষয়ে অপপ্রচার চালিয়েছেন। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে ডাক্তারই ভালো বলতে পার বলে তিনি জানান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান জানান, আহসান হাবিব হাসানকে গুরুতর অসুস্থ অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধাঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে হিট স্টোকে তার মৃত্যু হয়েছে। অন্য কোন সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে কিনা মৃতদেহটি ময়নাতদন্তের পরে জানা যাবে বলে জানান এ চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *