যশোরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ই মে) যশোর সিভিল সার্জন অফিসের কার্যালয়ে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার সিভিল সার্জনকে ও অতিথিদের নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুষ্টি সপ্তাহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিগুণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিন ব্যপী আয়োজনের মধ্যে রয়েছে- বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা প্রচার, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পুষ্টি কার্যক্রম জোরদারকরন, মা সমাবেশ করে পুষ্টিকর খাদ্য প্রস্তুত সম্পর্কে অবহিত করন, প্রবীণদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা, শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক কুইজের আয়োজন ও পুরষ্কার বিতরনী। ৭ দিন ব্যাপী চলমান এই কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে সমন্বয় করে সিভিল সার্জন অফিস যশোর পরিচালনা করবেন।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সহ জেলা পুষ্টি কমিটির সদস্যবৃন্দ এবং স্বাস্থ্য ও পুষ্টি খাতে কর্মরত বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতি যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *