খরার ভোটে যশোরের দুই উপজেলার চেয়ারম্যান লাভলুও মফিজুর

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্র দু’টিতে এবারই প্রথম ইভিএমে এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়

তবে ভোটের দিন এ দুই উপজেলার ভোটকেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে ভোটার খরায় ভুগেছে ভোট কেন্দ্রগুলো। দুপুর ২ টা পর্যন্ত ভোট কেন্দ্রের গুলোতে গিয়ে দেখা যায় কোথাও মোট ভোটারের সাত শতাংশ, কোথাও আবার বার। আবার কোথাও কোথাও দেখা যায় আরো কম। এমন চিত্রই দেখা যায় উপজেলা দু.টির অধিকাংশ ভোট কেন্দ্রগুলোতে। তবে ভোটকেন্দ্রে থাকা প্রিজাইডিং অফিসার ও নির্বাচন রিটার্নিং অফিসার জানিয়েছে মাঠে ধানের কাজ থাকায় এমনটি হয়েছে। তবে তারা জানিয়েছেন বিকেল চারটে নাগাদ ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট পড়েছে।

প্রথমবার ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকেই কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছে তবে তা দায়িত্বরত কর্মকর্তারা সহযোগিতায় পরে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে সামর্থ্য হয়েছেন।

মণিরামপুর মহিলা কলেজ ভোট কেন্দ্রে প্রথম ২ ঘন্টায় ভোট পড়ে ১১০টি। এখানে মোট ভোটার ২ হাজার ১শ’।

কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়ের সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ভোট পড়ে মাত্র পাঁচটি। কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৫৪৫ টি । বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মাসুদ হোসেন।

রাজগঞ্জ ডিথি কলেজ কেন্দ্রে প্রথম দেড় ঘন্টায় ৪০টি ভোট পড়ে। কেন্দ্রীতে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪ হাজার। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আশীষ কুমার  বিষয়টি নিশ্চিত করেছিলেন।

মনিরামপুর পলাশী মাধ্যমিক বিদ্যালয় পুরুষ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার রুহুল আমিন জানান ,কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ১৯৬৩। কেন্দ্রটিতে দুপুর ২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩২২টি। মোট ভোটারের ১৬ শতাংশ ভোট পড়েছে।

পলাশী রাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রিজাইডিং অফিসার মনতাজ আলী বলেন, কেন্দ্রটিতে মোট নারী ভোটারের সংখ্যা ১৮৭০। দুপুর ২টা নাগাদ কেন্দ্রটিতে ভোট পড়েছে ১৫৬।

 

 

ভোটের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে দেখ যায়, ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টায় ভোট পড়েছে ৭১ টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৯৪ জন।

ভোট দিতে আসা ভোগতী এলাকার শফিউদ্দিন মোড়ল বলেন, প্রথমে ইভিএমে ভোট দেওয়ার সময়ে বুঝতে অসুবিধা হয়েছিল। পরে অফিসারা বুঝিয়ে দিলে ভোট দেই।

কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২৪৭ জন ভোটা পড়ে। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৭৪ জন।

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২১০ জন ভোট পড়ে। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৮৭ জন।

মাগুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ৩৭৭ টি ভোটা পড়ে। ওই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ১৪২ জন। নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়ে ৩৮০ টি। ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৪৮ ।

কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রথম দুই ঘন্টায় ভোট পড়ে মাত্র ৭১ টি। কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাল্তার ৪৯৪ টি। কেন্দ্রটির প্রিপ্রাইডং অফিসার আব্দুর রব এ তথ্য জানান। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ তথ্য জানান।

ভোটার খরার এ ভোটে ৬ হাজার ৫শ’ ৫৫ ভোট বেশি পেয়ে জেলার মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। তিনি আনারস প্রতীক নিয়ে ৫৯ হাজার ২শ’ ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন পেয়েছেন ৫২ হাজার ৭শ’ ১৮ ভোট। এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সন্দীপ ঘোষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় কাজী জলি আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ১৬৫টি কেন্দ্রে ইলেকট্রিনিক্স ভোটিং মেশিনে (ইভিএমের) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭৩৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৪১১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩২২ জন এবং হিজড়া দু’জন ভোটার রয়েছেন। ভোট পড়েছে মোট ভোটারের ৩৩ শতাংশ।

অন্যদিকে,কেশবপুর উপজেলা নির্বাচনে তিনটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঘোড়া প্রতীক নিয়ে মফিজুর রহমান ১৮ হাজার ৪৬৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শালিক পাখি প্রতীক নিয়ে নাসিমা আকতার সাদেক পেয়েছেন ১৪ হাজার ১৬ ভোট। এ ছাড়া দোয়াত-কলম প্রতীকের আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চু ১৩ হাজার ৯২৯ ভোট, হেলিকপ্টার প্রতীকের কাজী মুজাহীদুল ইসলাম পান্না ১০ হাজার ৯৪৮ ভোট, জোড়া ফুল প্রতীকের ওবায়দুর রহমান ২ হাজার ১১৫ ভোট, মোটর সাইকেল প্রতীকের এস এম মাহবুবুর রহমান ১ হাজার ৭৬৩ ভোট ও আনারস প্রতীকের ইমদাদুল হক পেয়েছেন ৬৯৫ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আব্দুল্লাহ আল মামুন ৩২ হাজার ৪৩৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের রাবেয়া ইকবাল ৩৭ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মামুনের নিকটতম প্রতিদ্বন্দ্বি উড়োজাহাজ প্রতীকের পলাশ কুমার মল্লিক পেয়েছেন ১৩ হাজার ৪৯১ ভোট। এ ছাড়া মাইক প্রতীকের আব্দুল লতিফ রানা ৬ হাজার ৪৪৩ ভোট, চশমা প্রতীকের সুমন সাহা ৬ হাজার ১৯০ ভোট ও টিউবওয়েল প্রতীকের মনিরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১০৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবালের একমাত্র প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকের মনিরা খানম পেয়েছেন ২৪ হাজার ১৫৭ ভোট। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৯৫৪ জন।  প্রদান করেছেন ৬২ ছার ৮১ জন । মোট ভোটারের ২৮ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠে ছিল পর্যাপ্ত ম্যাজিস্ট্রেটও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি সদস্যরা কাজ করছেন।

যশোর নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা আনিছুর রুহমান বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তবে মাঠে ফসল থাকার কারণে ভোটারের সংখ্যা একটু কম হয়েছে। নির্বাচন কেন্দ্রগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকায় এটা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *