তীব্র তাপদাহের পর যশোরে স্বস্তির বৃষ্টি

নিউজটি শেয়ার লাইক দিন

তীব্র তাপদাহের পর যশোরে স্বস্তি বৃষ্টি

তরিকুল ইসলাম মিঠু, যশোর: বৃষ্টি এলো কাশবনে, জাগলো শাড়া ঘাস বনে-কবি ফররুক আহমেদের কবিতার আজ বাস্তবে ফুটে উঠেছে।

আজ বৃষ্টি শুধু ঘাস বনেই আসেনি, এসেছে মরুর বুকে স্বস্তি ফেরাতে। বৃষ্টি শুধু ঘাস বোনকেই প্রাণবন্ত করেনি। এ বৃষ্টি পুরো যশোরের প্রাণীকুল ও উদ্ভিদকে করেছে প্রাণবন্ত।

বৃষ্টির ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

গত কয়েক সপ্তাহ ধরে দেশে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা ৫২ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ ৪৪  ছুঁই ছুঁই। এ উচ্চ তাপদাহে জনজীবন ওষ্ঠাগত ও বিপর্যস্ত।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে আকাশে মেঘের ঘনঘটায় ছেয়ে যায়। সেই ঘনঘটা মেঘ থেকে রাত পৌনে ৮টার দিকে বৃষ্টি হয়ে এ ধরণীতে নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *