যশোরে আবারো সবজির বাজার ঊর্ধ্বমুখী, বিক্রেতারা দুষছেন তীব্র গরমকে

নিউজটি শেয়ার লাইক দিন

যশোরে আবারো সবজির বাজার ঊর্ধ্বমুখী, বিক্রেতারা দুষছেন তীব্র গরমকে

নিজস্ব প্রতিবেদক: রোজার সময় সবজির বাজার কিছুটা স্বস্তিদায়ক থাকলেও ঈদের পর দাম আবার বাড়তে শুরু করেছে। চলমান তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে যেন বেড়েই চলছে সবজির দাম।

তাপপ্রবাহে এমনিতেই বিপর্যস্ত জনজীবন, তার ওপর চড়া সবজির বাজার এখন সাধারণ মানুষকে আরও নাজেহাল করে তুলছে। বাজার করতে আসা সাধারণ ক্রেতারা বলছেন, প্রকৃতি যেমন তাদের স্বস্তি দিচ্ছে না, একইসঙ্গে স্বস্তি দিচ্ছে না বাজার পরিস্থিতিও। অন্যদিকে বিক্রেতারা বলছেন, তীব্র গরমের পানি সংকটের কারণে কৃষিতে উৎপাদন কম। পানির অভাবে অনেক সবজি খেত নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ক্রমান্বয়ে সবজির দাম বাড়ছে। গরম না কমলে এবং বৃষ্টি না হলে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছে সবজি বিক্রেতারা।

শনিবার (২৬ই এপ্রিল) যশোর বড় বাজার ও রেল স্টেশন কাঁচা বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় অধিকাংশ সবজির দাম ঊর্ধ্বমুখী।

তীব্র তাপদাহে প্রকৃতিতে যেমন আগুন ঝরছে, তেমনি কাঁচাবাজারেও যেন সবজি দোকানগুলোতে আগুন লেগেছে লেগেছে লেগেছে। প্রতিনিয়তই বাড়ছে সব ধরনের সবজির দাম। সব সবজির দাম বাড়লেও গরমে চাহিদা থাকে বেশি এমন সবজির দাম বেড়েছে উচ্চহারে।

আজকের বাজারে টমেটো ৫০ থেকে ৬০ টাকা, টক টমেটো ৭০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, কালো গোল বেগুন ৮০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, উচ্ছে ১০০ টাকা, করল্লা ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, পেঁপে ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০  টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৪০-৫০ টাকা, সজনে ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৪০-৫০ টাকা, লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা করে।

এক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। আর উচ্ছে, শসা, লেবু, ঢেঁড়স, পটল, চালকুমড়ার মতো সবজির চাহিদা গরমে থাকে বেশি। তাই এগুলোর দামও বেড়েছে বেশি। প্রতি কেজিতে উচ্ছে ২০ টাকা, শসা ২০, ঢেঁড়স ৩০ টাকা, পটলে ৪০ টাকা বেড়েছে। আর প্রতি হালিতে লেবুর দাম ১০ টাকা এবং প্রতি পিস চালকুমড়ার দাম ২০ টাকা বেড়েছে। এছাড়া প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ২০ টাকা এবং ধনেপাতার দাম বেড়েছে ৪০ টাকা।

যশোর রেল স্টেশন এলাকায় বাজার করতে নিজামুদ্দিন বলেন, বাইরে যেমন গরম বাজারে সবজির দামেও গরম। কোনও দিকেই শান্তি নাই। যে পটল গত এক সপ্তাহ আগে ৩০ টাকা কিনেছেন তা এখন ৬০ টাকা বিক্রি হচ্ছে। শুধু পটল নাই প্রতিটি সবজির দামি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বিক্রেতাদের দাবি প্রচন্ড তাপদাহের কারণে উৎপাদন কমে যাওয়ায় পাইকারি বিক্রেতার দাম বৃদ্ধি গড়াই দাড়াও দাম বৃদ্ধি করেছেন।

যশোর বড় বাজারে বাজার করতে আসা নজরুল ইসলাম বলেন, সবজির বাজার সহ প্রতিটি পণ্যের যা দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্তের শ্রেণীর মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

অন্যদিকে বাজারে মানভেদে দেশি পেঁয়াজ ৬০-৭০ টাকা, লাল ও সাদা আলু ৫০ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা, নতুন দেশি রসুন ১৬০ টাকা, চায়না রসুন ২২০ টাকা, চায়না আদা ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় আলুর দাম কমেছে ৫ টাকা। আর চায়না আদার দাম বেড়েছে ২০ টাকা।

এছাড়া আজকের বাজারে ইলিশ মাছ ওজন অনুযায়ী ১৪০০- ১৬০০ টাকা, রুই মাছ ৩০০-৪৫০ টাকা, কাতল মাছ ২৮০-৪৫০ টাকা, কালিবাউশ ৪০০-৫০০ টাকা, চিংড়ি মাছ ৮০০-১২০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ টাকা, কৈ মাছ ২৫০-৩৫০০ টাকা, পাবদা মাছ ৪০০-৫০০ টাকা, শিং মাছ ৪০০-৬০০ টাকা, টেংরা মাছ ৪০০-৫০০ টাকা, মেনি মাছ ৪০০-৬০০ টাকা, বেলে মাছ ৬০০-৮০০ টাকা, বোয়াল মাছ ৬০০- ৯০০ টাকা, রূপচাঁদা মাছ ৮০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে আজকের বাজারে ব্রয়লার মুরগির দাম এখনও দুইশো টাকার নিচে নামেনি। আর প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে কক মুরগির দাম। আজকে ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ২০০-২৫০ টাকা, কক মুরগি ৩৫০-৩৭০ টাকা, লেয়ার মুরগি ৩১৫-৩২০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মুরগির লাল ডিম ১১৫ টাকা এবং সাদা ডিম ১০৫-১১০ টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে।

সবকিছুর দাম বাড়তে থাকলেও মুদি দোকানের পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। আজকে প্যাকেট পোলাওর চাল ১৫৫ টাকা, খোলা পোলাওর চাল মানভেদে ১১০-১৪০ টাকা, ছোট মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৬০ টাকা, ছোট মুগ ডাল ১৯০ টাকা, খেসারি ডাল ১২০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা, ডাবলি ৮০ টাকা, ছোলা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৭ টাকা, কৌটাজাত ঘি ১৩৫০ টাকা, খোলা ঘি ১২৫০ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা, খোলা চিনি ১৩৫ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ভোক্তা অধিদপ্তর যশোরের কর্মকর্তা সৈয়দা তামান্না তাসনিমের কাছে বাজারে দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বগতির বিষয়ে জানতে চাইলে বলেন, কোন ভোক্তা দাম বেশি নেওয়ার বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি আমলে নিয়ে বিক্রেতাকে ডেকে শুনানির মাধ্যমে ওই বিক্রেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *