নড়াইলে মেজর’ পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণায় আটক ৩

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ‘মেজর’ পরিচয় দিয়ে প্রতারণা করার সময় পুলিশ হাতে নাতে ৩ প্রতারককে আটক করেছে।

 

বুধবার বিকেল সাড়ে ৫টার সময় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের অবনী সিংহের ছেলে নয়ন কুমার সিংহ (২৮), আওড়িয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামের রুস্তম শেখের ছেলে মিজান শেখ (৪৫) ও মোসলেম ফকিরের ছেলে মো. আহাদ ফকির।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নয়ন কুমার সিংহ নিজেকে ‘সেনাবাহিনীর মেজর’ পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পুরাতন বাস টার্মিনাল থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, নয়ন কুমার সিংহকে জিজ্ঞাসাবাদ করলে সে তার প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। এ সময় আসামিদের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে হাতিয়ে নেয়া নগদ ২৫ হাজার ৫০০ টাকা, চাকরিপ্রত্যাশীদের নামে তৈরি করা বাংলাদেশ রেলওয়ের ভুয়া ১৬টি পরিচয়পত্র, ২২টি নাগরিক সনদপত্র, ৩৫টি সার্টিফিকেটের ফটোকপি, ৪৪টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১৮টি জন্ম সনদের ফটোকপি ও ছবি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *