মানিকগঞ্জে ৪দফা দাবীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা

নিউজটি শেয়ার লাইক দিন

মো. ইউসুফ আলী: চার দফা দাবীতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়রিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা। সোমবার বিকালে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়রিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি একেএম আব্দুল মোতালেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব মো: ফারুক হোসেন। সভায় ছাত্র-শিক্ষক ও কর্মজীবী সরকারী-বেসরকারী অফিসের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আন্তর্জাতিকমানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রুপান্তর সম্পূর্ণ অযৌক্তিক ও আত্নঘাতি উদ্যোগ। বিএনবিসি-২০২০ এর বিতর্কিত ধারা উপধারা সংশোধন, ছাত্র-শিক্ষক ও পেশাজীবিদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনভাবেই এ ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *