ইসরাইলের বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায়না-আইরিশ পরাষ্ট্রমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:গাজায় চলমান ইসরায়েলি বর্বরোচিত হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন ইজরায়েলর বর্বোরোচিত এ সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় বলেছেন আয়ারল্যান্ডেরপররাষ্ট্রমন্ত্রী সায়মন কভেনি।সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তিনি জাতিসংঘের বিষয়টি উত্থাপন করবেন।শনিবার এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েলি গুলিতে সোমবার থেকে ৩২ শিশু মারা গেছে যা মোট মৃতের প্রায় চার ভাগের এক ভাগ। এটি মেনে নেয়া যায় না। সংঘাত চলাকালে শিশুদের রক্ষা করতে ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে কিন্তু তারা তা করছে না। আয়ারল্যান্ড আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে জোর দিয়ে কথা বলবে।’

আয়ারল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। ২০২২ সাল পর্যন্ত তাদের সদস্য পদ থাকবে। নিরাপত্তা পরিষদ রোববার গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ১০ মে থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৯ জনই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ৯৫০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *