ঘূর্ণিঝড় ‘তাওকতে’, আসছে, ৩ রাজ্যে সতর্কতা জারি

নিউজটি শেয়ার লাইক দিন

আবহাওয়া ডেক্স:ভারতে এবছরের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আবর সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে। আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি আগামীকাল রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এর নাম রাখা হয়েছে ‘তওকতে’।
এর জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।
শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপ-সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তওকতের কারণে শুক্রবারই জরুরি সতর্কতা জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আছড়ে পড়ার আশংকা করা হচ্ছে। কেরালায় শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই, গোয়া, এবং গুজরাটে ভাল প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণিঝড় মঙ্গলবার ১৮ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলিতে ঝড়ো হাওয়া বইবে। জায়গা বিশেষে এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *