আজিজ-কালুকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর কেন্দ্রীয় কারাগারে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলোচিত দুই নারী ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ ওরফে আজিজুল (৫০) মিন্টু ওরফে কালু(৫২) কে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

সোমবার (০৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন,দুই খুনির ফাঁসি কার্যকর করতে সোমবার রাত দশটার দিকে একে একে কারাগারে প্রবেশ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, সিভিল সার্জন দিলীপ শেখ আবু শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। এর আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই দুই আসামিকে গোসল করানোর পর তাদের তওবা পড়ান কারা মসজিদের ইমাম।

রাতেই স্বজনদের সঙ্গে শেষ সাক্ষাতের পর তাদের খাবার খাওয়ানো হয়। এরপর তাদের রায় পড়ে শোনানো হয়। নিম্ন আদালতের রায়, আপিল এবং রাষ্ট্রপতির ক্ষমার আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি তাদের জানানো হয়। পরে তাদের জমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। রাত ১০টা ৪৫মিনিটে প্রথমে মিন্টু ওরফে কালু এবং এর পাঁচ মিনিট পর একই গ্রামের আজিজ ওরফে আজিজুলের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকরে পাঁচ জল্লাদ কেতু কামার, মশিয়ার রহমান, লিটু হোসেন, আজিজুর রহমান ও কাদের অংশ নেন।

মৃত্যুদণ্ড কার্যকরের পর সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসক টিম তাদের মৃত্যু নিশ্চিত করে। এরপর ফরেনসিক টিম ময়নাতদন্ত সম্পন্ন করার পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

রাত ১১ টা ১৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *