হাসপাতলে একাধিক লাশের সাথে যৌনমিলনের ঘটনায় যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নারীর মৃতদেহ ধর্ষণে অভিযোগে মুন্না ভগৎ (২০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। গতকাল রাতে গোয়েন্দাদের উপস্থিত বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে সিআইডি সদস্যরা। সে ওই হাসপাতালের ডোম যতন কুমার লালের সহযোগী ছিলেন দীর্ঘদিন ধরে। শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে  এ তথ্য নিশ্চিচিত করেছেন সিআইডির কর্মকর্তারা।

সিআইডি পুলিশ সূত্র থেকে জানা, ঢাকার একটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া নারীদের মরদেহের সাথে ‘যৌন লালসা চরিতার্থ’ করত ওই যুবক। সে হাসপাতালের মর্গের ডোমের সহকারী হিসেবে কাজ করতেন।

সিআইডি’র ধারণা, অন্তত দেড় বছর ধরে মর্গে আসা নারীদের মরদেহের সাথে যৌন মিলন করে আসছিলেন অভিযুক্ত। আরো জানায়,বাংলাদেশে ধর্ষণ, হত্যাসহ যেসব ঘটনায় মরদেহ ময়নাতদন্ত করার নির্দেশ দেয়া হয়, সেসব আলামতের ডিএনএ পরীক্ষা এবং প্রোফাইল তৈরি করে থাকে সিআইডি।

২০১৯’এর মার্চ থেকে ২০২০’এর অগাস্ট পর্যন্ত একটি মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে পাওয়া মৃত নারীদের দেহে পুরুষ শুক্রানুর উপস্থিতি পায় সিআইডি। কিন্তু একাধিক নারীর মরদেহে একজন পুরুষের শুক্রানুর উপস্থিতি তাদের চমকে দেয়। তারা সেই পুরুষকে চিহ্নিত করার জন্য মাঠে নামে।মরদেহে পাওয়া শুক্রানুর ওপর ভিত্তি করে সেই পুরুষের ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়।

পরে ঢাকার মোহাম্মদপুর ও কাফরুল থানার কয়েকটি ঘটনা থেকে পাওয়া ডিএনএ প্রোফাইলের সাথে সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল মিলে যায় ।

প্রাথমিকভাবে সিআইডি’র ধারণা ছিল, প্রতিটি ক্ষেত্রে একজন ব্যক্তি ভুক্তভোগীকে ধর্ষণের পর হত্যা করেছে অথবা হত্যার পর ধর্ষণ করেছে।

তবে পরে আরও বিস্তারিত অনুসন্ধান ও বিশ্লেষণের পর সিআইডি সিদ্ধান্তে পৌঁছায় যে কোনো একজন ব্যক্তি মরদেহের ওপর ‘বিকৃত যৌন লালসা চরিতার্থ’ করছে।

পরে সিআইডি’র গোপন অনুসন্ধানে বেরিয়ে আসে যে প্রত্যেক ভুক্তভোগীর মরদেহের ময়নাতদন্ত একটি নির্দিষ্ট হাসপাতালের মর্গে করা হয়েছে।

হাসপাতালটির মর্গের কার্যপদ্ধতি সম্পর্কে অনুসন্ধান করে সিআইডি জানতে পারে যে, ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া মরদেহ ব্যবচ্ছেদ করার উদ্দেশ্যে পরের দিন মর্গে রেখে দেয়া হতো।

মর্গের কার্যপদ্ধতি বিশ্লেষণ করার পর তদন্তকারীদের সন্দেহ হয় যে মর্গের ডোমদের কেউ অপরাধ সংঘটন করে থাকতে পারে।

সন্দেহের ভিত্তিতে ঐ নির্দিষ্ট হাসপাতালের ডোমদের গতিবিধি পর্যালোচনা করে তদন্তকারীরা। ঐ তদন্তের সময় জানা যায় যে হাসপতালটির একজন ডোম পাঁচটি ঘটনার সময় ভুক্তভোগীর মরদেহ পাহারা দেয়ার জন্য রাতে মর্গে ছিল।

এরপর বিস্তারিত তদন্তের পর তথ্য-প্রমাণের সাপেক্ষে সিআইডি নিশ্চিত হয় যে অভিযুক্ত ডোম এই অপরাধের সাথে জড়িত।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি কর্মকর্তারা।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, ওই যুবক বিকৃতি মস্তিষ্কের মানুষ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে লাশঘরে থাকা নিত্য নারীদের ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তবে এর সাথে অন্য কোন বিষয় জড়িত কিনা সেটা তদন্ত চলছে। নতুন কোন তথ্য পেলে সাংবাদিকদেরকে জানানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *