শার্শা সীমান্তে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা সীমান্তে  ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ কামরুল ইসলাম (৩৩) নামে এক পাচারকারী আটক হয়েছে।

সে যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের কুদরতউল্লাহ সরদারের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১কেজি ৫৫৬ গ্রাম।

মঙ্গলবার (২১ই মার্চ ২০২৩) সকাল ১০ঃ০০ টার দিকে জেলার শার্শা উপজেলার গোগা বিওপি’র অধিভুক্ত গোগা জব্বারের মোড়ে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এসব স্বর্ণের বার সহ তাকে আটক করেন।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে গোগা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা পূর্ব থেকে গোগা জব্বারের মোড় এলাকায় অবস্থান নেয়। মোটরসাইকেলটি সেখানে পৌঁছানো মাত্রই মোটরসাইকেলের গতিরোধ করে তাকে আটক করেন। পরে মোটরসাইকেলটির বসার আসন খুলে তল্লাশি করে ১৩ টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৫৫৬ গ্রাম উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৩১ লাখ টাকা। পরে আটকৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *