শার্শায় প্রতিবন্ধি শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণে প্রতিষ্ঠিত নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় ও থেরাপী সেন্টারের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধি শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব যশোর রুপান্তর ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ঝিকরগাছার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের এডিশনাল ডিআইজ মনিরুজ্জামন বেল্টু।
শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার এর পরিচালনায় ও সভাপতিত্বে এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব যশোরের সভাপতি শামছুল আলম, সাবেক সভাপতি স্মৃতি কনা দাস, আহসান সামাদ বাবুল, শার্শা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ, ইউপি সদস্য সোহরাব হোসেন, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে অতিথিদের আগমনে সংস্থার পক্ষ থেকে স্বাগত জানানো হয়। পরে অতিথিরা প্রতিবন্ধি শিক্ষার্থীদের ক্লাসরুম ঘুরে ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন খোঁজ খবর নেন। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধি সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।   #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *