শাহজালালে ৬৪০টি সোনার বার জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার জব্দ করা হয়েছে। এসব সোনার ওজন ৬৪ কেজি । শনিবার রাত সোয়া দশটার দিকে এই সোনা উদ্ধারের কথা জানান কাস্টম কর্মকর্তারা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। শনিবার রাত সোয়া দশটার দিকে এই সোনা উদ্ধারের কথা জানান কাস্টম কর্মকর্তারা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আমদানি কার্গো ভিলেজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব সোনা জব্দ করা হয়। এসব সোনা কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তা জব্দ করা হয়। সিঙ্গাপুর থেকে আসা বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে করে সোনার চালানটি ঢাকায় আসে। তল্লাশি করে ৬৪০টি সোনার বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রামের মতো। এর সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *