যুক্তরাষ্ট্র আবারো আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে আইএস পরিকল্পনাকারী কে হত্যা করেছে

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার প্রতিশোধ হিসেবে ইসলামিক স্টেটের ‘পরিকল্পনাকারীকে’ হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগাহর প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) সদস্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে একজন নিহত হয়েছে এবং সেখানে কোনো বেসামরিক নাগরিক ছিল না। খবর স্কাই নিউজের।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বৃহস্পতিবার আইএসআইএস-কে এর আত্মঘাতী বোমা হামলায় ১৬০ জনের বেশি আফগান, ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। সেই ঘটনার প্রতিশোধ নিতেই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

 

কাবুলে বোমা হামলার ঘটনার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আইএস সদস্যের প্রাণ কেড়ে নিল যুক্তরাষ্ট্র। আগামীতে আরো হামলা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *