যশোর শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ প্রাপ্তের সংখ্যা

নিউজটি শেয়ার লাইক দিন

শিক্ষা ডেস্ক : যশোর শিক্ষা বোর্ডে এ বছরে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ প্রাপ্তের সংখ্যা।

 গতবছর সর্বোচ্চ ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার তা হারিয়েছে। এতেও সন্তুষ্টি প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

ফলাফল অনুযায়ী, বোর্ডের পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। গতবার এ বোর্ডের পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। পাসের হার কমেছে ১৪ দশমিক ১৬ এবং জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ২ হাজার ১৭৫।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুন্ডু জাগো নিউজকে বলেন, করোনা মহামারির কারণে ২০২১ সালে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে অনুষ্ঠিত হয়েছিল। এ জন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে অনেক সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল। এ বছর আইসিটি ব্যতীত সব বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে। এ কারণে গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কিছুটা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *