যশোরে ৬ আসনে ৩১ জন প্রার্থী যে যে প্রতীক পেয়েছেন

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে প্রতিদ্বদ্বী ৩১ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

৬টি আসনে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীদের নৌকা, জাতীয় পার্টির প্রার্থীদের লাঙ্গলসহ দলীয় প্রার্থীদের স্ব স্ব দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের মধ্যে যশোর ৬টি সংসদীয় আসনের শার্শা ১ আসনের ৩ জন, ঝিকরগাছা-চৌগাছা-২ আসনের ২জন, যশোর সদর-৩ আসনের ৮জন, অভয়নগর-বাঘারপাড়া-৪ আসনের ৫ জন, মনিরামপুর-৫ আসনের ৫ জন ও কেশবপুর-৬ আসনের ৪জন।

যশোর শার্শা-১ আসনে নৌকা প্রতীক শেখ আফিল উদ্দিন, ট্রাক প্রতীক আশরাফুল আলম লিটন, লাঙ্গল প্রতীক আখতারুজ্জামান।

যশোর (ঝিকরগাছা-চৌগাছা)-২ আসনে নৌকা প্রতীক ডঃ তৌহিদুজ্জামান তুহিন, ট্রাক প্রতীক মনিরুল ইসলাম, ঈগল প্রতীক এস এম হাবিবুর রহমান, ডাব প্রতীক আব্দুল আউয়াল, লাঙ্গল প্রতীক ফিরোজ শাহ, টেলিভিশন প্রতীক শামসুল হক।

যশোর সদর-৩ আসনে নৌকা প্রতীক কাজী নাবিল আহমেদ, বটগাছ প্রতীক মোহাম্মদ তৌহিদুজ্জামান, ঈগল প্রতীক মোহিত কুমার নাথ, সোনালী আঁশ প্রতীক কামরুজ্জামান, কুলা প্রতীক মারুফ হাসান কাজল, লাঙল প্রতীক মাহবুব আলম, নোঙ্গর প্রতীক শেখ নুরুজ্জামান ও আম প্রতীক সুমন কুমার রায়।

যশোর (বাঘারপাড়া-অভয়নগর)- ৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের ব্যাঙ্ক ঋণ খেলাপির দায় প্রার্থিতা বাতিল হয়ে যায়।

এ আসনে সোনালী আঁশ প্রতীক এম এ সাব্বির আহমেদ, মিনার প্রতীক ইউনুস আলী, লাঙ্গল প্রতীক জহিরুল হক, ঈগল প্রতীক রণজিৎ কুমার রায়, নোঙ্গর প্রতীক সুকৃতি কুমার মন্ডল প্রতীক বরাদ্দ পায়।

যশোর মনিরামপুর ৫ আসনের নৌকা প্রতীক স্বপন ভট্টাচার্য, সোনালী আঁশ প্রতীক আবু নসর মোহাম্মদ মোস্তফা, লাঙল প্রতীক এম এ হালিম, ঈগল প্রতীক মোঃ ইয়াকুব আলী, মিনার প্রতীক হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী প্রতীক বরাদ্দ প্রাপ্ত হন।

যশোর কেশবপুর-৬ আসনে নৌকা প্রতীক শাহীন চাকলাদার, কাঁচি প্রতীক এইচ এম আমির হোসেন, লাঙ্গল প্রতীক জি এম হাসান, ঈগল প্রতীক মোঃ আজিজুল ইসলাম

 

স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে প্রার্থীদের পছন্দ বিবেচনায় এসব প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পেয়ে প্রার্থীরা সবাই জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে প্রতীক পেয়েই অনেক প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন।

যশোর সদর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহাম্মদের ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহিত নাথের প্রচার মাইক বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়কে। মাইকিং এ নিজ নিজ প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বান করেন।

দ্বাদশ নির্বাচনে প্রার্থীরা প্রচারণার জন্য ২২ দিন সময় পাবেন।  নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ই জানুয়ারী। ভোট চলবে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *