যশোরে বিটকয়েন প্রতারণায় যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ভার্চুয়াল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) বা বিটকয়েন প্রতারণার দায়ে শাকিনুর রহমান রানা (২৭), নামে এক যুবক আটক হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে জেলার চৌগাছা উপজেলার বড় কাবিলপুর শাকিনুর রহমান রানার বাড়িতে অভিযান চালিয়ে যশোরে র‌্যাব ৬ এর সদস্যরা তাকে আটক করে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তার কাছ থেকে ল্যাপটপ-০১ টি ২। মোবাইল-০১ টি ৩। সিমকার্ড- ০৬ টি ৪। মালয়েশিয়ান ০১ রিঙ্গিত-১০ টি ৫। পাকিস্তানি টাকা-২০০ ৬। চেক – ০২ পাতা ৭। পার্সপোর্ট- ০২ টি ৮। পেনড্রাইভ-০১ টি ৯। টঝই ফৎরাব- ০২ টি ১০। মাউস- ০১ টি ১১। ল্যাপটপ চার্জার-০১ টি ও ১২। এটিএম/ক্রেডিট কার্ড-০৪ টি উদ্ধার করা হয়। আটক শাকিনুর রহমান রানা চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে গোপন ভাবে অনলাইনের মাধ্যমে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির এ প্রতারণা করে আসছিল।

 

যশোর র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাকিনুর রহমান রহমান দীর্ঘদিন ধরে অনলাইনে সরকার অঅনুমোদিত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ব্যবসার নামে প্রতারণা করে আসছিল। এমন খবরের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে দশটার দিকে ফোর্স নিয়ে চৌগাছা উপজেলার কাবিলপুর শাকিনুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। দুপুরে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে থানায় মামলা দিয়ে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *