যশোরে টাকাসহ ৮ জুয়াড়ি আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ৩২ হাজার টাকাসহ ৮ জুয়াড়ি আটক হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার সময় যশোর আর এন রোড পিকআপ স্ট্যান্ডের ভিতরে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা এসব টাকাসহ তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, যশোর বসুন্দিয়া গাদগাছী এলাকার মৃত মতলবের ছেলে জাহাঙ্গীর (৩৫), যশোর সদর থানার ঘুরুলিয়া গ্রামের মৃত্যু মোকাম মোল্লা্লার ছেলে ফরিদ হোসেন (৩৮), যশোর সদর উপজেলার নলডাঙ্গা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে বাদশা (৪৮), যশোর সদর উপজেলার আশ্রম রোড এলাকার মৃত এককববর আলীর ছেলে আজিজ আলী (৪৫), যশোর ষষ্টিতলা এলাকার শান্তিরাম সরকারের ছেলে বিকাশ সরকার, যশোর বেজপাড়া এলাকার আব্দুল আজিজ এর ছেলে সহিদ খাঁন (৫০), যশোর বারান্দিপাড়া এলাকার শেখ রুস্তম আলীর ছেলে  ছোটন (৫৮), যশোর কেশবপুর এলাকার শাহজাহান মোল্লা্র ছেলে আঃ লতিফ (৩০)।

এসময় আটককৃতদের কাছ থেকে র্যাব সদস্যরা ২  সেট তাস, নগদ টাকা-৩২,৩২০ টাকা, ৮ টি মোবাইল ও ৮ টি মোবাইল ফোনের সিম জব্দ করেন।

যশোরের অ্যাপ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার হোসেন বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জুয়া খেলা করে আসছিল। গতকাল রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একদল জুয়াড়ি যশোর আর এন রোড এলাকায় পিকআপ স্ট্যান্ডের ভিতরে জুয়া খেলা করছে। এসময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩২ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়। আজ দুপুরে আটককৃতদের নামে জুয়ার মামলা দিয়ে তাদেরকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

যশোর কোতোয়ালি থানার অফিস ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ৮ জুয়াড়ীকে থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *