যশোরে করোনার উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে করোনার উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত দুজন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।

একই সময়ের মধ্যে যশোরে আরো ১২১ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। যশোরের সিভিল সার্জন আবু শাহীন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,যশোরে গত ২৪ ঘণ্টায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫৩ জন। করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও সাতদিন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানিয়েছেন, যশোর অঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাধারণের চলাচলের উপর আরো কঠোর নজরদারি করা হচ্ছে। স্থানীয় হাট-বাজারগুলোতে জনসমাগম রুখতে মাইকিং করা হচ্ছে। ও স্বাস্থ্য বিধি মানতে বাধ্য করা হচ্ছে।তাছাড়া দুপুর বারোটার মধ্যে স্থানীয় হাট-বাজারগুলোতে কেনাকাটা সেরে ফেলতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *