মারিউপোলের মসজিদে জিম্মিদশা থেকে মুক্ত, দাবি রাশিয়া

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিউপোল শহরের একটি মসজিদে বেশ কয়েকজনকে ‘জিম্মি করে রাখা হয়েছিল দাবি করে রাশিয়া বলছে, জিম্মিদশা থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে।

খবর আল জাজিরার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইগর কোনাশেঙ্কোভ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অনুরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদেশি যোদ্ধাসহ ২৯ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

আল জাজিরার খবর অনুসারে, এর আগে মার্চে তুরস্কের নাগরিকরা মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন বলে খবর বের হয়েছিল। তারা জিম্মিদশায় ছিলেন না।

রুশ কর্মকর্তা কোনাশেঙ্কোভ দাবি করেছেন, যাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল তারা আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান তুর্কিমিনিস্তান, উজবেকিস্তান এবং ইউক্রেনের বাসিন্দা।

তবে এ প্রসঙ্গে ইউক্রেন এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *