বাকড়াই ১৫ কেজি স্বর্ণ ছিনতাইকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৩ মোটরসাইকেলসহ আটক ১১

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার বাকড়াই এলাকায় পাচার হওয়া ১৫ কেজি স্বর্ণ ছিনতাইকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ ১৩ মোটরসাইকেলসহ ১১ জনকে আটক করেছে ।

বিশেষ সূত্র জানায়, পুটখালী স্বর্ণ পাচার চক্রের সদস্যরা রোববার বেলা ১১ টার দিকে ১৫০ টি স্বর্ণের বার অর্থাৎ ১৫ কেজি স্বর্ণ একটি বাজারের ব্যাগে করে নিয়ে ঝিকরগাছা বাঁকড়া দিয়ে পুটখালী প্রবেশ করেছিলো। এ সময়ে একদল ছিনতাইকারী নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ওই স্বর্ণের চালানটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। স্বর্ণ পাচারকারীরা প্রথমে মনে করেছিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের স্বর্ণ নিয়ে গেছে। যে কারণে তারা তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটো ফেলে পালিয়ে যায়। পরে জানতে পারে স্বর্ণ নিয়ে যারা পালিয়েছে তারা ছিল ছিনতাইকারী। বিষয়টি পুটখালী সীমান্তে স্বর্ণের মূল মালিকদের অবগত করলে স্বর্ণের মূল মালিকসহ ১১ টি মোটরসাইকেলে করে তারা বেলা তিনটার দিকে ঝিকরগাছার বাঁকড়া এলাকায় আসে। এ সময়ে স্বর্ণ ছিনতাইকারীরা তাদেরকে সন্ত্রাসী ও ডাকাত বলে গ্রামবাসীকে সাথে নিয়ে তাদের ধাওয়া করে ও বিষ্ণপুর গ্রামে তাদের সাথে বাকবিতন্ডা হয়।

খবর পেয়ে বাঁকড়া পুলিশ ফাঁড়ি  ঘটনাস্থলে গিয়ে ১৩ মোটরসাইকেলসহ ১১ জনকে আটক করেন ।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মোটরসাইকেল ফেলে পালানোর ঘটনায় আমিও মনে করেছিলাম মোটরসাইকেলে হয়তোবা স্বর্ণের বার লুকানো আছে। ঘটনা শোনার সাথে সাথে আমি নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরানকে জানায়। তিনি এ সময় ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, বাঁকড়া পুলিশ ফাঁড়ির  এসআই (নি.) আমির হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং মোটরসাইকেল দুটো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন। তাতে কোনো স্বর্ণের বার লুকানো আছে কিনা ? তবে মোটরসাইকেল দুটোতে কিছুই পাওয়া যায়নি। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *