মাগুরায় আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

মাগুরা সংবাদদাতা:মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা বাকি মিয়া (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বাকি মিয়া উপজেলার কমলধরি গ্রামের মৃত পাখি মোল্যার ছেলে।

গত বৃহস্পতিবার সকালে ভর্তির পর তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছিলো। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাতপাতালে পাঠালে শুক্রবার সকালে তিনি মারা যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কাজী আবু আহসান গণমাধ্যমকে জানান, করোনা সন্দেহে থাকা ওই ব্যক্তি বেশ কিছু দিন থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে করোনা সন্দেহে ভর্তি করে আইসোলেশনে রাখা হয়।

শুক্রবার ভোরে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি ওয়ার্ডে পৌঁছানোর আগেই তিনি মারা যান। তার মধ্যে করোনা পজিটিভ সন্দেহ রয়েছে বলে তিনি জানান।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর বলেন, করোনা সন্দেহে বাকি মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকার পরিবেশ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *