বেনাপোলে মোটরসাইকেল চালককে জরিমানা ও অসহায়-দুস্থদের মাঝে খাদ্য মাস্ক বিতরন

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি: করোনা ভাইরাসের জন্য যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্তে সেনাবাহিনী সহ ম্যাজিস্ট্রেট টহল।টহলের সময় এক মটর সাইকেলে এক জন  থাকার কথা থাকলেও তিন জন থাকায় তাদের কাছ থেকে ৫ শতটাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার(৩শরা এপ্রিল) দুপুর ১২ টার সময় বেনাপোল সীমান্তে টহল  পরিচালিত হয়। এসময় রাস্তার দু ধারে বিভিন্ন অনাহারে থাকা পাগলদের করোনা ভাইরাস আক্রমন না করতে পারে তার জন্য তাদের মুখের মাস্ক  দেয়া হয়।এবং তারা অনাহারে না থাকে সে জন্য তাদের কে শুকনো খাদ্য দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম বলেন,করোনা ভাইরাস যারা সচেতন মানুষ তারা তাদের পরিবার পরিজন নিয়ে বাড়িতে সুন্দর পরিবেশে থাকলেও রাস্তায় যে সমস্ত পাগল আছে তাদের তো ভাইরাস  হতে পারে তারা তো মানুষ খাদ্যের প্রয়োজনও আছে তাদের। এজন্য যেখানে পাগল আছে তাদেরকে মাক্স ও খাদ্য বিতরন করছি।যত দিন না করোনা ভাইরাস আছে ততদিন আমাদের কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *