ভয়ঙ্কর রূপে করোনাভাইরাস; এখন কী খায় চীনের মানুষ?

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছেন ৪ শতাধিক মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার। উদ্ভট সব খাবারের জন্য বিখ্যাত চীন। নানা রকম পোকামাকড় থেকে শুরু করে জীব জন্তু কিছুই বাদ রাখে না তারা। দেশটির উহান প্রদেশ থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে তাদের খাদ্য তালিকা।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে কী খায় চীনের মানুষ। শুধু পোকামাকড়ই নয়, তেলাপোকার ফ্রাই, ইদুর, হাস-মুরগির রক্তের পুডিং। কুকুর, বিড়াল, শুকর সবই আছে তাদের নিয়মিত খাদ্য তালিকায়। সাপের নানা রেসিপিও চীনাদের পছন্দের শীর্ষে। এসব খাবারই স্বাস্থ্যকর বলে দাবি স্থানীয়দের। তবে সবচেয়ে জনপ্রিয় বাদুড়ের জুস। এসব নানান খাবারের কারণেই ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা বিশষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *