ভাইরাস আতঙ্কে কুকুর-বিড়াল হত্যার হিড়িক

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: চীনে মহামারী রূপ নিয়েছে করোনোভাইরাস। উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পুরো বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪,৩৮০ জন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে নতুন এক আতঙ্ক তৈরি হয়েছে দেশটিতে।
প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হচ্ছে, এমন গুজব ছড়ানোর পর চীনারা তাদের পোষা প্রাণীগুলোকে বহুতল ভবন থেকে ছুড়ে মারছেন। কুকুর-বিড়ালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে দেশটির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায়।

উহানের পার্শ্ববর্তী শহর তিয়ানজিনসহ চীনের সাংহাই শহরেও এমন ঘটনা ঘটেছে। শহরের এক রাস্তায় একসঙ্গে পাঁচটি পোষা বিড়াল রক্তাক্ত অবস্থায় মরে পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বহুতল ভবনের একেবারে উপরের তলা থেকে ওই পোষা কুকুরগুলো ছুড়ে ফেলে দেয়া হয়। মাটিতে পড়ার আগে একটা গাড়ির উপরে পড়ে কুকুরগুলো। সেই শব্দ শুনে ঘুমন্ত অনেকে জেগে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *