বেনাপোল সীমান্তে পাচারকাল আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার টাকা।

মঙ্গলবার (১০ই জানুয়ারি ২০২৩) সকালে সাড়ে দশটার দিকে বেনাপোল দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের স্বর্ণের বার উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে আগেভাগেই পাচারকারীরা স্বর্ণের বার গুলো ফেলে পালিয়ে যায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

 

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২০ বারে ২০ জন আসামীসহ সর্বমোট ৪৯ কেজি ৭২৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য ৩৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৪৯৮ টাকা। ২০ বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ৪ বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ৬ বার, অক্টোবর-২০২২ মাসে ২ বার, নভেম্বর মাসে ৩ বার, ডিসেম্বর মাসে ১ বার এবং ২০২৩ সালে চলতি মাসে ২ বার স্বর্ণ আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *