টিটোন হত্যার দুই আসামি আগ্নেয়াস্ত্র-গুলি সহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  ঝিনাইদহ জেলার মহেষপুরের টিটোন হত্যার আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে আল আমিন (৪০) ও এনামুল ইসলাম (২৫) নামে দুই সন্ত্রাসী যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে ধরা পড়েছে।

এ সময়ে তাদের হেফাজত থেকে ১ টা সচল পুরাতন সোনালী রংয়ের লোহার তৈরি ওয়ান শুটারগান,দুই রাউন্ড কার্তুজ, দুইটা খালি ম্যাগজিন উদ্ধার করেছে।

সোমবার (৯ই জানুয়ারি ২০২৩) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নস্থ সুতিঘাটা এলাকায় যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃত আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে আল আমিন পিরোজপুর জেলার নাজিরপুর রঘুনাথপুর গ্রামের সেকেন্দার শেখের ছেলে। বর্তমান ঠিকানা ঝিনাইদহ মহেশপুর উপজেলার ধান্য হাড়িয়া গ্রামে ও এনামুল ইসলাম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের ইদ্রিস বিশ্বাসের ছেলে।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সোমবার ৯ই জানুয়ারি ঝিনাইদহ জেলার মহেষপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জেলা গোয়েন্দা শাখা যশোরকে অবগত করেন যে, ঝিনাইদহ জেলার মহেষপুর থানার মামলা নং-৬৮, তাং- ২৯/১১/২২ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬ পেনাল কোডে মামলার ঘটনায় জড়িত আসামী কোতয়ালী মডেল থানার ১১নং রামনগর ইউনিয়নের সুতিঘাটা এলাকায় অবস্থান করছে। মামলাটি মহেষপুর থানার চাঞ্চল্যকর টিটোন হত্যা মামলা। তিনি ওই মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগ প্রাপ্ত হয়ে পুলিশ সুপার কে অবগত করলে, তাঁর নির্দেশনায় রুপণ কুমার সরকার, পিপিএম-বার, অফিসার ইনচার্জ, যশোরের সার্বিক দিক নির্দেশনায় এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষেরর সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে যশোর কোতয়ালী মডেল থানার অধিভুক্ত সুতিঘাটা কামালপুর আঃ রহিমের বাড়ির সামনে অভিযান চালিয়ে ঘাতক জাহাঙ্গীর হোসেন ওরফে আল আমিন ও এনামুল ইসলাম আটক করতে সক্ষম হয়। এ সময়ে তাদের হেফাজত থেকে ১ টা সচল পুরাতন সোনালী রংয়ের লোহার তৈরি ওয়ান শুটারগান,দুই রাউন্ড কার্তুজ, দুইটা খালি ম্যাগজিন উদ্ধার করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গতকাল সোমবার দুপুরে মহেশপুর থানা পুলিশের মাধ্যমে জানতে পারি মহেশপুর এলাকার চাঞ্চল্যকর টিটোন হত্যাকাণ্ডের দুই আসামী যশোর রামনগর এলাকায় আত্মগোপনে রয়েছে। বিষয়টি যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে জানালে তিনি তাদেরকে আটকের নির্দেশ দেন। এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে বিকাল সাড়ে চারটার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময়ে তাদের হেফাজত থেকে ১ টা সচল পুরাতন সোনালী রংয়ের লোহার তৈরি ওয়ান শুটারগান,দুই রাউন্ড কার্তুজ, দুইটা খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।  মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। তাদের মধ্যে আসামী জাহাঙ্গীর হোসেন ওরফে আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, মাদকসহ ৬টা মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *