বেনাপোলে পিস্তলগুলিসহ ফেনসিডিল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে সক্ষম হয়নি।

বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর ৪ টার দিকে বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মুনজুর এলাহী জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে মেইন পিলার ১৭/৭ এস ১২২ আর পিলার শূন্য লাইন হইতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া আলাউদ্দিনের আমবাগানের পাশে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি ক্যাম্প এর হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত নামা অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *