আমদানিকৃত পণ্যের মধ্যে অর্ধকোটি টাকার অবৈধ মালামাল আটক করলো কাস্টমস

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ ভারত থেকে আমদানিকৃত পণ্যের মধ্যে অর্ধকোটি টাকার অবৈধ মালামাল আটক করলো বেনাপোল কাস্টমস।

মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের ভিতর থেকে এসব মালামাল আটক করে বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তারা।

ভারত থেকে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের আড়ালে অবৈধ পণ্য শাড়ী, থ্রিপিচ, বাংলা মদ, ফেন্সিডিল, বিদেশী সিগারেট, ওষুধ, কারেন্ট জাল রয়েছে।

বুধবার (০২ মার্চ) দুপুরে এ পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।

বেনাপোল কাস্টমস যুগ্ন-কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে অবৈধ পণ্য চালান পাচার হচ্ছে, এমন গোপন খবরে, কাস্টমস হাউজের একটি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে বন্ডের লাইন্সের মাধ্যমে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের ডব্লিউ বি ২৩সি-১৬১৫ নাম্বারের একটি ভারতীয় ট্রাক জব্দ করে বেনাপোল কাস্টমস হাউসে নিয়ে আসে। পরে ওই ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ শাড়ী, থ্রিপিচ, বাংলা মদ, এক হাজার বোতল ফেন্সিডিল, এক হাজার পিচ শলাকা বিদেশী সিগারেট, জর্দ্দা, বাজী, ওষুধ ও কারেন্ট জাল সহ ঘোষণা বহির্ভুত পণ্য সামগ্রী পাওয়া যায়। এসব বৈধ মালের সাথে অবৈধ মালামাল পাচারের অপরাধে সংশ্লিষ্ট সিএন্ডএফঅফিসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব মালামাল পাছার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *