বিমানবন্দরে ৬০ সোনাসহ এক ব্যক্তি আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ সোনার বারসহ মহব্বত আলী নামে এক ব্যক্তি কে আটক করেছে  ঢাকা কাস্টমস হাউজ। জব্দ স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১৭ লাখ টাকা।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ মারুফুর রহমান।

মারুফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকার কাস্টমস শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করে। সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে আসা যাত্রী মহব্বত আলীর কাছ থেকে স্বর্ণেরবারগুলো পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “মহব্বত আলীর বাড়ি নারায়ণগঞ্জ। তার শরীরের বিভিন্ন স্থানে স্কসটেপ দিয়ে মোড়ানো ছিল স্বর্ণবারগুলো। ৬০টি স্বর্ণের বারের ছয় কেজি নয়শ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *