নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে, মৃত্যু ১

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে মকবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও আহত ১৮ জন।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে বিএনপি কর্মীরা অবস্থান নিলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন রনি (২৪), আনোয়ার ইকবাল (২৩), রাশেদ (২০), জুয়েল হাসান (৩০), খোকন (৪০), আরেফিন আহম্মদ (৩০), রাব্বি (২৮), বিল্লাল (২৫), নাজমুল (৩৫), জহির (২৬)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, আহতরা সকলে গুলিবিদ্ধ।

১০ ডিসেম্বর সমাবেশ সামনে রেখে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে পুলিশ এর উপরে বিএনপির নেতাকর্মীদের জমায়েত থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ওগুলি ছাড়া হয়। এ সময়ে পুলিশ আত্মরক্ষা করতে টিয়ারসেল নিক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *