দারিদ্র দূরীকরণে একযোগে কাজ করবে বাংলাদেশ-ভারত’

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক : দারিদ্র দূরীকরণে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করবে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার প্রদান শেষ সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু এবং আমরা একে অপরকে সহযোগিতা করছি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। এই অঞ্চলের দারিদ্র দূরীকরণে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো- সামগ্রিকভাবে আমাদের জনগণের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনীতির উন্নয়ন। এই ইস্যুতে আমি মনে করি আমাদের দুটি দেশ একসঙ্গে কাজ করছে। এতে শুধু ভারত ও বাংলাদেশের মানুষই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মানুষ উন্নত জীবন পেতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য।

শেখ হাসিনা বলেন, ‘ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য খুবই আনন্দের, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা আমরা সবসময় স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *