কুষ্টিয়ায় আকিজ বিড়ি ফ্যাক্টরী ম্যানেজারের নির্দেশে শ্রমিকদের উপর গুলি, আহত ৫

নিউজটি শেয়ার লাইক দিন

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি ফ্যাক্টরির ম্যানেজারের নির্দেশে শ্রমিকদের উপর গুলি চালিয়েছে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত হয়েছে আরো চারজন। ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে। এর ফলে কুষ্টিয়ার সাথে দোলতপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের সময় পার হওয়ার পর অনেক শ্রমিক ঢোকার চেষ্টা করেন। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয়পক্ষে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে শ্রমিকদের লাঠিপেটা করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ শ্রমিকের নাম শিপুল ইসলাম। তিনিসহ আহত পাঁচ শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ রিপোর্ট লেখার সময় দুপুর দেড়টা পর্যন্ত কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দিয়েছেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানা ম্যানেজার আমিনুল ইসলামের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। তারা অবিলম্বে ম্যানেজারের অপসারণ দাবি করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ম্যানেজার আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন বলেন, সকালে আকিজ বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার আমিনুল ইসলাম

শ্রমিকদের মিলে প্রবেশ বাধা দিলে ম্যানেজারকে শ্রমিকরা ধাক্কাধাক্কি করে। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা পাল্টা ইটপাটকেল ছোড়ে পুলিশ কে লক্ষ্য করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। তবে পুলিশের গুলিতে শ্রমিক আহতের বিষয়টি অস্বীকার করেছে কর্মকর্তা।

জানান, পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সড়ক অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *