করোনা আছে আরো অনেক দিন থাকবে কিন্তু নির্বাচন বন্ধ রাখার কোন বিধান নেই

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস শুধু আমাদের দেশে নায়। সারা পৃথিবীতে ভাইরাস এখন সংক্রমিত। তার জন্য পৃথিবীতে কোন কাজ থেমে নেই: আমাদেরও থামলে চলবে না। দেশে সব ধরনের কাজ আস্তে আস্তে চালু হয়েছে। তাই এখানে নির্বাচন বন্ধ রাখার কোন সুযোগ বা বিধান কোনোটিই নেই।শনিবার (১১ জুলাই) দুপুরে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আইনশৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন,কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা রাষ্ট্রপতির স্মরণাপন্ন হয়েছিলাম। তিনিও নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। নির্বাচনী এসভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *