উপবৃত্তির টাকা যথা সময়ে উত্তোলন না করলে ফেরত যাবে

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: উপবৃত্তির অর্থ পাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তোলন না করলে সরকারি কোষাগারে তা ফেরত যাবে। তখন নতুন করে ওই টাকা আদায় করতে আর দাবি করা যাবে না।
প্রাথমিকের শিক্ষার্থী ও অভিভাবকদের ২৫ জুনের মধ্যে উপবৃত্তির টাকা তুলতে প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি প্রদান-তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্প থেকে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি চিঠিও পাঠানো হয়েছে। চিঠিতে টাকা তোলেননি এমন অভিভাবককে এমন একটি নির্দেশনা জানাতে বলা হয়েছে।
প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরে যেসব প্রাথমিক শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল হিসাবপত্রে উপবৃত্তির টাকা পাঠানো হলেও অনেকে টাকা তোলেনি। শিক্ষার্থী-অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও দীর্ঘদিন কিছু অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে বিভিন্ন কিস্তিতে উপবৃত্তির টাকা অলসভাবে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ, এসব অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তোলা হচ্ছে না। এতে অ্যাকাউন্টগুলো প্রকৃত সুবিধাভোগী অভিভাবকদের নয় বলে বোঝা যাচ্ছে।
চিঠিতে বেধে দেওয়া সময়ের মধ্যে টাকা তুলতে অভিভাবকদের তাগিদ দেওয়ার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *