উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

নিউজটি শেয়ার লাইক দিন

শিক্ষা ডেস্ক:ডিজিটাল পদ্ধতিতে সারা দেশে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সবাইকে ‘অটো পাস’ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মোবাইল ফোনের খুদেবার্তায় ফলাফল জানতে পারবে। ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

HSC<>Board name (First 3 letter)<>Roll<>2020 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

এ ছাড়া টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল দেখা যাবে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *