ইসরায়েলে ইসলামিক জিহাদের পাল্টা হামলা, শতাধিক রকেট নিক্ষেপ

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি এলাকার দিকে তাক করে গাজা থেকে অসংখ্য রকেট উৎক্ষেপণ করতে দেখা গেছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসলামিক জিহাদ।

শুক্রবার চালানো ওই হামলার জবাবে ১০০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে ওই ফিলিস্তিনি সংগঠনটি। ইসরায়েলের ওই হামলায় ইসলামিক জিহাদের এক শীর্ষ নেতা ও অসংখ্য সাধারণ ফিলিস্তিনি নিহিত হওয়ার কারণে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটির সশস্ত্র শাখা সারায়া আল-কুদস জানিয়েছে, ‘আল-জাবারি ও তার সঙ্গীদের হত্যার অপরাধের প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলের তেল আবিব ও অন্যান্য শহরগুলোতে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা হামলা করেছে।’

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজানো হয়েছে। এ সময় স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে গাজা উপত্যকা থেকে রকেট ছোড়ার কারণে তেল আবিব, মধ্য ইসরায়েলের কাছাকাছি কয়েকটি শহরে সাইরেন শোনা গেছে।’

গাজায় আনাদোলু এজেন্সির এক সংবাদদাতা জানিয়েছেন, ‘ইসরায়েলি এলাকার দিকে তাক করে গাজা থেকে অসংখ্য রকেট উৎক্ষেপণ করতে দেখা গেছে।’

এর আগে শুক্রবার, ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা গাজা উপত্যকায় ইসলামিক জিহাদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে।

গাজা-ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি অভিযানে পাঁচ বছর বয়সী একটি মেয়েসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এ বিষয়ে এক ইসরায়েলি মুখপাত্র বলেছেন, ‘ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদ কমান্ডার তাইসির আল-জাবারি ও ১৫ উগ্রবাদী নিহত হয়েছে। তবে দেশটির সামরিক বাহিনী এ বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি যে ওই হামলায় মোট কতজন নিহত হয়েছে।’

গত সোমবার উত্তর পশ্চিম তীর অঞ্চলে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা ইসলামিক জিহাদ আন্দোলনের নেতা বাসাম আল-সাদিকে গ্রেফতার করার পর বর্তমান উত্তেজনা শুরু হয়।

মঙ্গলবার ইসরায়েল আল-সাদির গ্রেফতারের বিষয়ে ইসলামিক জিহাদের প্রতিক্রিয়ার ভয়ে গাজা উপত্যকায় বিভিন্ন অগ্রিম পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *