ইয়াবা নিয়ে দ্রুতগতিতে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরে থার্টি ফার্স্ট নাইটে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত গতিতে পুলিশ তল্লাশি চেকপোস্ট অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের পুরাতন কসবার গাজীর ঘাট রোডের বাসিন্দা ও যশোর শিক্ষাবোর্ডের কর্মচারী । যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃতের পকেট থেকে ইয়াবার দুই টি প্যাকেট ও লুজ ইয়াবা সব ১৫ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।

মৃতের স্বজনরা জানিয়েছেন, ৩১ ডিসেম্বর রাত ১০ টার দিকে সেলিম শহরের আরবপুর থেকে মোটরসাইকেল চালিয়ে পালবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পালবাড়ি ভাস্কর্য মোড়ের অদূরে পৌঁছালে পুলিশ তার মোটরসাইকেল গতিরোধ করে। কাছে মাদক থাকায় পুলিশে ভয়ে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখি ট্রাকের সাথে তার ধাক্কা লাগে। ওই সময় তিনি মোটরসাইকেল থেকে নীচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার সোহানুর রহমান সোহান তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিস ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহত ব্যক্তির কাছে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং ১৪ হাজারের কিছু বেশি নগদ টাকা পাওয়া যায়। উক্ত আলামত জব্দ করে উপশহর ফাঁড়ির ইনচার্জ বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *