ইউপি সদস্য ডিবি পুলিশের পরিচয় দিয়ে যুবককে অপহরন,আটক ২

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:যশোর: যশোরের রুদিয়া নরেন্দ্রপুরে এক ইউপি সদস্য নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে নুর ইসলাম নামে যুবকের কাছ থেকে মুক্তিপণ আদায়ের ঘটনায় দু’জন আটক হয়েছে। আটককৃতরা হলেন ১) ইকরামুল হোসেন (৩৫), পিতা- সামশের মোল্লা, সাং- শাখারীগাতী, ২) আনোয়ার হোসেন ফরাজী (৪৮), পিতা- মৃত সেকমত উল্যাহ ফরাজী, সাং- নরেন্দ্রপুর পোষ্ট অফিস পাড়া, উভয় থানা- কোতয়ালী, জেলা। এঘটনায় অপার আসামী বাবুল আক্তার বাবু (৫২) (বর্তমানে স্থানীয় ইউপি মেম্বার), পিতা- মৃত আব্দুল আজিজ মোল্লা, সাং- নরেন্দ্রপুর, থানা- কোতয়ালী পলাতক রয়েছে।

যশোরে পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুর রহামান এক প্রেসরিলিজের মাধ্যমে জানান, ৫ই মার্চ মাগুরা জেলার ডাংগাসিংড়া এলাকার সরোয়ার শেখের ছেলে নুর ইসলাম শেখ (২৬) কে একটি মটরসাইকেল বিক্রি করা হবে বলে ২ নং আসামী বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে আসে। ওই দিন সকাল ৮টার দিকে নুর ইসলাম যশোর রুপদিয়ায় এসে পৌছালে ২ নম্বর আসামী আনোয়ার হোসেন ফারাজী তাকে ডেকে নিয়ে শাখারগাতী একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। এসময়ে ৩ নং আসামী মেম্বর বাবুল আক্তার নিজেকে ডিবি পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করা হবে। বাদী টাকা দিতে রাজি না হওয়ায় আসামীরা বাদীকে মারপিট সহ জখম করে। ৩নং আসামী ডিবি পুলিশের কোটি সহ পোশাক পরে ঘটনাস্থলে এসে নিজেকে ডিবি অফিসার পরিচয় দিয়ে তার মোবাইলে বাদীর ছবি ধারন করে এবং ২নং আসামীর মোবাইল ফোন নম্বর ০১৭৯২-২১৭৫৯৫ এ তাদের দাবীকৃত টাকা বিকাশের মাধ্যমে দিতে বলে। বাদী প্রাণ ভয়ে আসামীদের কথা মত তার মোবাইল দিয়ে তার ছোট ভাই শামীম, পিতা- মন্নু, সাং- বেরইল, থানা ও জেলা- মাগুরাকে বিষয়টি জানিয়ে আসামীদের দাবীকৃত টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে তার প্রাণ রক্ষা করতে বলে। বাদীর ভাই উক্ত ২নং আসামীর দেওয়া বিকাশ নাম্বারে ৫০ হাজার টাকা দেয়। তখন আসামীরা অবশিষ্ট ৪৫ হাজর টাকার জন্য বাদীকে মারপিট করে আটকে রাখে। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে কোতয়ালী থানায় সংবাদ দিলে কোতয়ালী থানা পুলিশ ও স্থানীয় জনগন ৫ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে ২নং আসামীর বাড়ীতে উপস্থিত হয়ে ১নং ও ২নং আসামীকে আটক করে এবং বাদীকে উদ্ধার করে। এসময়ে পুলিশের উপস্থিত বুঝতে পেরে ৩নং আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। আটককৃতদের নামে অপহরণ মামলা দেওয়া হয়েছে। পলাতক আসামী মেম্বর বাবুল আক্তারকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *