আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালেবানের দখলে,দেশ ছেড়ে পালালো অর্থমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: গত এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালেবান-সরকার দখল করে নিয়েছে। বিশেষ করে তালেবানরা আফগানিস্তানে একদিনে আরও ৩টি প্রাদেশিক রাজধানী তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আকস্মিক পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ। অবশ্য, অর্থমন্ত্রী কোন দেশে গেছেন তা এখনও নিশ্চিত নয়।

এর আগে মঙ্গলবার ফাইজাবাদ, পুল ই খুমরি, ফারাহ প্রদেশের রাজধানী দখল নেয় তালেবান যোদ্ধারা।

এ নিয়ে ৫ দিনে ৯টি প্রাদেশিক রাজধানী এখন এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
বাঘরাম বিমানঘাটিতে রকেট হামলা চালিয়েছে তালেবান। কুন্দুজ বিমানবন্দর এখন তালেবানের নিয়ন্ত্রণে। সেখানকার নিরাপত্তায় নিয়োজিত কয়েকশ’ সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছেন।

তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তও এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে। মাজার ই শরিফের নিয়ন্ত্রণ পেতে সরকারি বাহিনী ও তালেবানের লড়াই চলছে।

অন্যদিকে রাশিয়া শত শত ট্রাক নিয়ে আফগান সীমান্তে তাজাকিস্তান অংশে মহড়া শুরু করেছে। একদিকে তুরস্ক আফগানিস্তান তালেবান কে রুখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তাজিক সীমান্তে রুশ বাহিনীর টহল ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *