৬১৪ ভোট বেশী পেয়ে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান হলেন পিকুল

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  যশোর জেলা পরিষদ নির্বাচনে ৬১৪ ভোট বেশী পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন সাইফুজ্জামান পিকুল ।

এবারের নির্বাচনে তিনি  ৯৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারার মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৩।

নির্বাচনে সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (শার্শা উপজেলা) সালে আহমেদ মিন্টু পেয়েছেন ৭৩ ভোট, ২ নম্বর ওয়ার্ডে (ঝিকরগাছা উপজেলা) রফিকুল ইসলাম বাপ্পী পেয়েছেন ৮৮ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে (চৌগাছা উপজেলা) দেওয়ান তৌহিদুর রহমান পেয়েছেন ৭৪ ভোটে, ৪ নম্বর ওয়ার্ডে (অভয়নগর উপজেলা), আব্দুর রউফ মোল্লা পেয়েছেন ৬৭ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে (বাঘারপাড়া উপজেলা) সাইফুজ্জামান চৌধুরী ভোলা পেয়েছেন ৭৯ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে (যশোর সদর উপজেলা) মো. জবেদ আলী পেয়েছেন ৮৫ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে (মণিরামপুর উপজেলা) গৌতম চক্রবর্তী – ভোট এবং ৮ নম্বর ওয়ার্ডে (কেশবপুর উপজেলা) মো. আজিজুল ইসলাম ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে সংরক্ষিত নারী প্রার্থীদের ভোট এখনো গণনা শেষ হয়নি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

যশোর জেলা পরিষদে চেয়ারম্যানের একটি, ৮টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডসহ মোট ১২টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৫১ প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হন। জেলার ৮টি কেন্দ্রে ১৬টি ভোট কক্ষে এক হাজার ৩১৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

 

রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, এ বারই জেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। তাই ভোট নিয়ে কোন প্রার্থীর কোন অভিযোগ বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *