৫ ঘণ্টার অপারেশন শেষ, ৭৬ স্বর্ণের বার জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন
নিজস্ব প্রতিবেদক :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘আকাশ প্রদীপে’ পাঁচ ঘণ্টার সমন্বিত অপারেশন চালিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ঢাকা কাস্টমস হাউজ। তল্লাশিকালে বিমানের সিটের নিচে অভিনব কৌশলে রাখা ৭৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

 

বুধবার রাতে আবুধাবি থেকে ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় অবতরণ করে। এটি তল্লাশি করে একটি সিটের নিচের পাইপ থেকে প্রথমে ৪৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তল্লাশি করে আরও ২৮টি বার উদ্ধার করা হয়েছে। বারগুলোর মোট ওজন আট কেজি ৮১৬ গ্রাম।এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দর এপিবিএনের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন ও ঢাকা কাস্টমস হাউজের সমন্বিত অভিযানে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকে অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত কাস্টমস কমিশনার কাজী তাওহীদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *