হাটহাজারীতে হেফাজত ইসলামী ও পুলিশের মধ্যে সংঘর্ষে নিহত ৪

নিউজটি শেয়ার লাইক দিন

চট্টগ্রাম প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে বাংলাদেশ হেফাজোতে ইসলামসহ বাংলাদেশের কিছু ধর্মভিত্তিক ও বাম রাজনৈতিক সংগঠনগুলো মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আসছিল। একপর্যায়ে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সফরে আসেন।

এক পর্যায়ে আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভরত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়।

সংঘর্ষে নিহতরা হলেন- কুমিল্লার মো. রবিউল ইসলাম, মাদারীপুরের মো. মেহরাজুল ইসলাম, ময়মনসিংহের মো. আব্দুল্লাহ মিজান এবং হাটহাজারীর মো. জসিম।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার  জানান, হাটহাজারীতে গুলিবিদ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৪ জন মারা গেছেন।

মৃত্যুবরণ করা ৪ জনের মধ্যে ৩ জন মাদ্রাসা ছাত্র এবং ১ জন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের ২৬ নম্বর অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) দুপুরে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।

মিছিল থেকে হঠাৎ হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাক বাংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এ সময় পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুঁড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনার পর হেফাজত নেতাকর্মীরা মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছেন। হাটহাজারীতে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়নের পাশাপাশি প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শাহাদাত হোসেন বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ ইসলামিক সংগঠনের সদস্য ও ছাত্ররা হঠাৎ মিছিল নিয়ে রাস্তায় বের হয় । এ সময় পুলিশ মিছিলকারীদের রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলে তারা পুলিশের উপর চড়াও হয় এবং ইটপাটকেল ছোড়ে।কিছু শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ১০ থেকে ১২ জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে এখনো পর্যন্ত ৪ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাটহাজারী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *