সীমান্তের পকেটঘাট দিয়ে ভারতে প্রবেশকালে নারী-শিশুসহ আটক ৯

নিউজটি শেয়ার লাইক দিন

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহে মহেশপুর সীমান্তের পকেট ঘাট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নারী-শিশুসহ ৯ জনকে আটক  হয়েছে।

 

সোমবার (৩০ই জানুয়ারী ২০২৩) দিবাগত মধ্যরাতে মহেশপুর উপজেলার বাশাবাড়ীয়া গ্রামের মাটিলা ঝিনাইদহের ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়নের অধিভুক্ত বিওপির টহলদলের তাদের আটক করে।

 

আটকরা হলেন,খুলনা জেলার রাজাপুর গ্রামের সাকিব (২৩), আল আমিন হাওলাদার (৩৪), হাসান (২৪), আমিন হাওলাদার (১৯), বাগেরহাট জেলার ছোটপরি গ্রামের হামিদা বেগম, নাগেরবাজার গ্রামের হাবিবুর রহমান মৃধা (২৯), নড়াইল জেলার চানপুর গ্রামের হাসিনা বেগম (৩৪), খুলনার ইখড়িআলকলি গ্রামের জোসনা সরদার (৩০), এবং সানিয়া (০২)।

ঝিনাইদহ ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন,আটক সকলেই বাংলাদেশি নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা প্রত্যেকই বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারত যাওয়ার চেষ্টা করছিল। সীমান্ত পিলার- ৫৪/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। আটক বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে মহেশপুর থানায় মামলা দিয়ে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *