সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ই মার্চ) বিকেল ৩টার দিকে কুমিল্লার শাসনগাছা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া এবং মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ শুক্রবার দুপুরে মধ্যমপাড়ার আবুল কাশেম এবং মোল্লা বাড়ির আলাউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত চারজন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্নবকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাজমুল ও অনিক নামের দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একজন মারা গেছে। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশের যৌথ টিম তদন্ত নেমেছে। এরপরই সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *