বেনাপোল বন্দর দিয়ে ২০০ মেট্রিক টন আলু আমদানী

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল বন্দর দিয়ে ২০০ মেট্রিক টন আলু আমদানী

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৮টি ট্রাকে করে দু’শো মেট্রিক টন আলু আমদানী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম।

ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামে আমদানী কারক এবং ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানি কাজে নিয়োজিত রয়েছে।

ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লা জানান, বুধবার (১৩ মার্চ) রাতে তাদের ভারতীয় আট ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানী করেছে।

যার প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। এছাড়া আলুর চালানটি আগামী রোববার (১৭ মার্চ) খালাস হবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম বলেন, ১৩ মার্চ রাতে ভারতীয় আটটি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ আলুর চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্ট নামে একটি প্রতিষ্ঠান।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, দেশের আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার আলু আমদানির এ নির্দেশ দেন। এরপরই আমদানিকারকরা দেশের বাজারে আলু প্রবেশ করাচ্ছে।। কাস্টমসের কর্মকর্তাদের এসব মালামাল দ্রুত ক্লিয়ারেন্স দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *