শত্রুকে মোকাবিলায় নিজস্ব প্রযুক্তির ড্রোন আনল ইরান

নিউজটি শেয়ার লাইক দিন
অনলাইন ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ড্রোন প্রযুক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

রবিবার ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। হায়দারি বলেন, শত্রুর যেকোনো হুমকি মোকাবিলা করার জন্য সশস্ত্র বাহিনীর সমস্ত শাখাকে হার্ডওয়ার সরবরাহ করবে স্থলবাহিনী।

জেনারেল কিউমার্স বলেন, দ্রুতগতিতে যুদ্ধ অভিযানে নামার জন্য ইরানের সামরিক বাহিনীকে অস্ত্রসজ্জিত করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে যে ড্রোন দেয়া হয়েছে তা অত্যন্ত কার্যকরী বলে তিনি মন্তব্য করেন।এর আগে জেনারেল কিউমার্স হায়দারি জানিয়েছিলেন যে, ইরানের সামরিক বাহিনীর কাছে এরইমধ্যে হস্তচালিত ফরপাদ ড্রোন দেয়া হয়েছে। সূত্র : পার্সটুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *