যশোরে ৩ টি আগ্নেয় অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর:যশোরে ৩ টি আগ্নেয় অস্ত্রসহ ৬ সন্ত্রাসীকে আটক করেছে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। মঙ্গলবার রাত দেড়টার দিকে জেলার মনিরামপুর উপজেলা হরিদাসকাঠী ইউনিয়নের ভোমরদাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা ১) দেবু সরকার@দেবু মেম্বার(৩৬), পিতা-জনার্ধন সরকার, সাং-কুমারসীমা ব্রীজ সংলগ্ন বেড়িবাধ, ২) জনি(২২), পিতা-মোঃ ছন্নোত আলী, সরাব মেম্বারের ভাতিজা, ৩) মোঃ আল মামুন হোসেন(১৯), পিতা-মোঃ আজাহার আলী, উভয় সাং-সুবলকাটি পশ্চিমপাড়া, ঢাকুরিয়া, ৪) জিকু হোসেন(২০), পিতা-মোঃ মোতালেব বিশ্বাস, সাং-সুবলকাটি, দায়পাড়া, ৫) মোঃ মাসুদ হোসেন(২১), পিতা- মোঃ কায়েম গাজী, সাং-ভোমরদাহ, ৬) সুরঞ্জিত মল্লিক(২১), পিতা-তপন মল্লিক, সাং-পাঁচবাড়ীয়া জোড়া সমাধি সংলগ্ন, সর্বথানা-মনিরামপুর, জেলা-যশোর। আটককৃতদের মধ্যে দেব সরকার স্থানীয় ইউপি মেম্বর। বুধবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে আটকের বিষয়টি জানানো হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র তৌহিদুর রহমান জানান, ১ই ফেব্রয়ারী ২০২০ তারিখ রাত্র অনুমান রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী মণিরামপুর ভোমরদাহ সমলডাঙ্গা বিলে উত্তম মন্ডলের জমির পশ্চিম সীমানায় খালের টৌং ঘরে গিয়ে মনিরুজ্জামান ও শ্যালক মোঃ জাহিদুল ইসলাম (২৮) এর নিকট চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা হত্যার উদ্দেশ্যে বন্দুক দিয়ে গুলি করিয়া গুরুতর আহত করে এবং যাওয়ার সময় টৌং ঘরটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।


এঘটনায় মনিরুজ্জামান বাদি হয়ে মনিরামপুর থানায় একটি দায়ের করেন। পুলিশ সুপার যশোর মহোদয় মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করেন। যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ,মারুফ আহম্মেদ এর সার্বিক সহযোগিতায় এক পর্যায়ে যশোর গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাত দেড়টার দিকে আসামীদের আটক করে। আসামীদের স্বীকারাক্তি মোতবেক সন্ত্রাসীদের গডফাদার দেবু সরকারের বাড়ি থেকে ঘটনায় ব্যবহৃত এক টি লোহার তৈরী ওয়ান শুটারগান, ০২টি লোহার তৈরী শাটারগান, ০৩ রাউন্ড ১২ বোর কার্তুজ ও ০১টি র‌্যাকেটের পুরাতন ব্যাগ উদ্ধার করে। ৪ই ফেব্রুয়ারী আসামীদের নামে অবৈধ্য অস্ত্রও সন্ত্রাসী কার্যকালাপ পরিচালনার দায়ে দু’মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *